About North City

বিশ্বায়নের এ যুগে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আধুনিক, যুগোপযোগী ও গুনগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ। নর্থ সিটি কলেজের কার্যক্রমে যুক্ত হয়েছে মেধা, অভিজ্ঞতা ও তারুণ্যের অপূর্ব সমন্বয়। এর ফলে প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থেই অভিভাবক ও শিক্ষার্থীর প্রত্যাশা পুরোপুরি মেটাতে সক্ষম হবে বলে আমরা মনে করি। সঙ্গতকারণে এ কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে নিতে পারবে। তাছাড়া সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমাদের বিশ্বাস। সর্বোপরি, নর্থ সিটি কলেজে পড়ালেখার ব্যয় একেবারেই অভিভাবকদের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।

নর্থ সিটি কলেজ এর বৈশিষ্ট্য

  • ধুমপান ও রাজনীতিমুক্ত সুশৃঙ্খল পরিবেশ।
  • উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
  • নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি।
  • শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ ও ডিজিটাল বোর্ডের ব্যবহার।
  • শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম।
  • সৃজনশীল পদ্ধতির উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে পাঠদান।
  • নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও টার্ম পরীক্ষার ব্যবস্থা।
  • ছুটির পর দুর্বল শিক্ষার্থীদের নিয়মিত বিশেষ ক্লাসের ব্যবস্থা
  • পাঠদানে প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার ব্যবহার।
  • আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার।
  • শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ লাইব্রেরি।
  • ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের SMS এর মাধ্যমে অবহিতকরণ।
  • সংস্কৃতি, নৈতিককতা ও মূল্যবোধের প্রতি বিশেষ দৃষ্টিপাত।

নর্থ সিটি কলেজের অন্যান্য সুবিধাসমূহ

  • সৃজনশীল বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
  • পাঠদানে সকল ক্ষেত্রে যুগোপযোগী ও আধুনিক কৌশল প্রয়োগ করা হয়।
  • একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পূর্ব পরিকল্পনার ভিত্তিতে পাঠদান করা হয়।
  • অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রদান ও রিপোর্ট কার্ডের মাধ্যমে অভিভাকদের অবহিত করা হয়।
  • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমে নিয়মিত ব্যবহারিক ক্লাস পরিচালনা।
  • প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার ব্যবহার করে পাঠদানকে আরো আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা।
  • নিয়মিত সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা। যেমন- শিক্ষাসফর, বনভোজন ইত্যাদি।
  • শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এখানে রয়েছে বিভিন্ন ক্লাব। যেমন-ডিবেটিং ক্লাব, সংগীত ক্লাব, আবৃত্তি ক্লাব, নৃত্য ক্লাব, আর্ট ও ফটোগ্রাফি ক্লাব, বিজ্ঞান ক্লাব প্রভৃতি।
  • মুক্তিযোদ্ধার সন্তান এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা।
  • নিয়মিত অভিভাবক সভার আয়োজন করে শিক্ষার্থীর অগ্রগতির বিষয় অবহিতকরণ।

নর্থ সিটি কলেজকে কেন অধ্যয়নের জন্য আদর্শ মনে করবেন।

  • বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় গড়ে তোলা এবং তাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
  • বর্তমান শিক্ষানীতির আলোকে শিক্ষাকে বাস্তবধর্মী এবং জীবনমুখী করাই আমাদের লক্ষ্য।
  • নর্থ সিটি কলেজের পাঠদান প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত।
  • সৃজনশীল পদ্ধতির সঠিক প্রয়োগ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করা আমাদের প্রধান কর্মকৌশল।
  • নর্থ সিটি কলেজের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের নতুন প্রজন্মকে আলোকিত মানুষ ও সম্পদে পরিণত করার প্রত্যয় নিয়ে।
  • প্রত্যেক শিক্ষার্থীর সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণেও আমরা বদ্ধপরিকর।
  • এ কলেজের রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, যাঁরা প্রকৃত অর্থেই মানুষ গড়ার কারিগর।
  • শৃঙ্খলাপূর্ণ, নিরাপত্তাময় ও নান্দনিক পরিবেশ।
  • মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য হিসেবে গড়ে তোলা।
  • শিক্ষার্থীকে সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

Sister Concerns of BSB-Cambrian Education Group