Principal

প্রফেসর মোঃ বাহার উল্যা ভূঁইয়া
বি.এসসি (অনার্স ), এম.এসসি (ভূগোল), এমবিএ
প্রতিষ্ঠাতা শিক্ষক, ঢাকা কমার্স কলেজ
ঢাকা কমার্স কলেজে শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা ৩০ বছর
সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ
শিক্ষর্থী উপদেষ্টা, উচ্চমাধ্যমিক শ্রেণি প্রফেসর ইন-চার্জ (সার্বিক ও উন্নয়ন) সদস্য (শিক্ষক প্রতিনিধি), গভর্নিং বডি, ঢাকা কমার্স কলেজ আহবায়ক: পরীক্ষা কমিটি এবং ভর্তি কমিটি এছাড়াও বিভিন্ন কমিটিতে গুরুতপূর্ণ পদে দায়িত্ব পালন। সৃজনশীল বিষয়ের উপর মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ঢাকা কমার্স কলেজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গোল্ড এওয়ার্ড ও সম্মাননা প্রাপ্ত উচ্চমাধ্যমিক শ্রেণির ভূগোল বিষয়ের ২টি বই এবং একটি মৌলিক গ্রন্থের রচিয়তা ঢাকা কমার্স কলেজে জার্নালে ৩টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ১০টি লেখা প্রকাশিত।

Message from Principal

ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নকে বাস্তবায়নে বর্তমান শিক্ষাব্যবস্থা বিশ্বমানের উপযোগী করার লক্ষ্যে উন্নত বিশ্বের আদলে বাংলাদেশে নর্থ সিটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেক মানুষের জ্ঞানার্জন শিক্ষা বা প্রক্রিয়াটির শুভ সূচনা ঘটে শিক্ষাঙ্গনে। জীব-সত্তার ঘর থেকে মানব-সত্তার ঘরে উঠবার সোপান হচ্ছে এই শিক্ষা। অর্থাৎ মনুষ্যত্ব অর্জন ও মূল্যবোধ জাগরণে শিক্ষা জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষের সঠিক পরিপূর্ণতা লাভের জন্য প্রয়োজন সংসহত জ্ঞান, মানবিক মূল্যবোধ এবং সুপ্ত প্রতিভার সামঞ্জস্যপূর্ণ জাগরণ ও বিকাশ। তার জন্য প্রয়োজন বাস্তবমুখী এবং যুগোপযোগী শিক্ষা, প্রশিক্ষণ ও অনুশীলন। আর এর মাধ্যমে মানুষ লাভ করে দৈহিক, মানসিক ও আত্মিক উৎকর্ষ সাধনের বস্তুনিষ্ঠ দিক-নির্দেশনা। তাই শিক্ষার্থীরা সুষ্ঠু ও পরিপূর্ণ জ্ঞানার্জন নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর সেই রকম গুরুত্ব নিয়ে ভিন্নমাত্রায় এক নতুন আঙ্গিকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রযাত্রা শুরু করে নর্থ সিটি কলেজ।

শিক্ষা প্রকৃত ও আলোকিত মানুষ গড়ে তোলে। আর এর ধারক ও বাহক গোটা শিক্ষক জাতি। শিক্ষক হচ্ছেন আধুনিক বিশ্বের রূপকার। নর্থ সিটি কলেজ এর এই অভিজ্ঞ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের প্রকৃত ও আলোকিত মানুষ গড়ার সর্বদাই সচেষ্ট থাকার অঙ্গীকারাবদ্ধ।

চির সত্য ও সুন্দর, প্রকৃত ও আলোকিত মানুষ তৈরি করতে শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হতে সর্বমহল বিশেষ করে শিক্ষানুরাগী মহলের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ চাই। একই সাথে মহান স্রস্টার নিকট সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।

Sister Concerns of BSB-Cambrian Education Group